Thursday, April 1, 2021

মাধবকাটিতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: ছাত্রদল নেতাসহ আটক ৬ https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঢুকে মালিককে কুপিয়ে লুটপাট ও ভাংচুর করেছে। এঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মাধবকাটি বাজারে। মামলা সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের ইনছান সরদারের ছেলে সাকিবুজ্জামান ওরফে শুকুর আলী (৪০), মৃত লুৎফর মুন্সীর ছেলে শরিফুজ্জামান ময়না (৪৫), মৃত আব্দুল গনির ছেলে গফ্ফার হোসেন (৫০), একই উপজেলার কাশেমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মারুফ হোসেন প্রান্ত (২০), আয়ুব হোসেন বাবুলের ছেলে সাব্বির হোসেন উজ্জল (২৫), আব্দুস সামাদের ছেলে আবু সাইদ (২৫), রেজাউল শেখের ছেলে নাঈম (২৫), ইমাদ আলীর ছেলে ইমন (২৪), আব্দুর রহমানের ছেলে শাহিনুর রহমান (২৫), শহরের রসুলপুর এলাকার আক্তার আলীর ছেলে শিবলুর রহমান (৩০) ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাহান (২৫) মাধবকাটি বাজারে অবস্থিত একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে জুয়েলের ইলেক্ট্রনিক্সের দোকানে অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা দোকানের ভিতর প্রবেশ করে জুয়েলকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে দোকানের ভিতরে থাকা বিভিন্ন মালামাল ভাংচুর করে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি সাধন করে ও প্রায় দেড় লক্ষ টাকার মালামাল লুটপাট করে। এসময় বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিলে সাতক্ষীরা সদর থানার পুলিশ আহতকে উদ্ধার ও হামলাকারীদের মধ্যে কয়েকজনকে আটক করে। এঘটনায় ভুক্তভোগীর ভাই শাহিন হোসেন বাদী হয়ে ১১জনকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং- ১, তারিখ- ১এপ্রিল ২০২১।

The post মাধবকাটিতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: ছাত্রদল নেতাসহ আটক ৬ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39zlsXr

No comments:

Post a Comment