Thursday, April 1, 2021

রমজাননগরে গৃহহীনকে বাসগৃহ প্রদান https://ift.tt/eA8V8J

রমজাননগর (যশোর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মানিকখালী গ্রামে সাতক্ষীরা ওযার্ল্ড ব্রাদার্স সার্কেলের অর্থায়নে ও হিলফুল ফুযুল ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় মৃত বিলাত গাজীর স্ত্রী হত দরিদ্র গৃহহীন মোছা: রমিহা বেগমকে একটি বাসগৃহ নির্মাণপূর্বক হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার বিকাল ৪টায় উক্ত বাসগৃহের চাবি প্রদান করে দোয়া ও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ওয়ার্ল্ড ব্রাদার্স সার্কেলের শ্যামনগর উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান, সাংবাদিক নুরুন্নবী ইসলাম ইমন, হিলফুল ফুযুল ফাউন্ডেশনের সভাপতি মুহিত মুন্না, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা হুসাইন বিন আবতাব, মাওলানা আবুল কাসেম, হিলফুল ফুযুল ফাউন্ডেশনের সদস্য মো: ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হিলফুল ফুযুল ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মহসিন আলম।

The post রমজাননগরে গৃহহীনকে বাসগৃহ প্রদান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31FeNX6

No comments:

Post a Comment