নিজস্ব প্রতিনিধি: দেবহাটার উপজেলার গাজিরহাট সড়ক দুর্ঘটনায় নিহত জাকিরের পরিবারকে গৃহনির্মাণ ও স্ত্রীর সিজারের খরচের দায়িত্ব নিলেন জেলা পরিষদ সদস্য আল ফেরদাউল আলফা।
বুধবার বিকাল ৫টায় জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা জাকিরের জানাজার নামাজ শেষে তার পরিবারের খোঁজ খবর নেন এবং শুক্রবার থেকে গৃহনির্মাণ কাজ শুরু করা হবে বলে জানান এবং জাকিরের গর্ভবতী স্ত্রীর সিজারের খরচের দায়িত্ব নেন তিনি। এছাড়া সুখ-দু:খে তাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন আলফা। উল্লে¬খ্য গাজিরহাট গত ২৬ মার্চ পরিবহনের ধাক্কায় স্কুল শিক্ষক সমিত রায়
ঘটনাস্থালে নিহত হন এবং রফিক সরদারের পুত্র জাকির গুরুতর আহত হন। মঙ্গলবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
The post সড়ক দুর্ঘটনায় নিহত জাকিরের পরিবারকে গৃহনির্মাণ ও স্ত্রীর সিজারের দায়িত্ব নিলেন আলফা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3m8lmLm
No comments:
Post a Comment