রনজিৎ বর্মন, সুন্দরবনাঞ্চল (শ্যামনগর): শ্যামনগর উপজেলায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা ও কাপেং ফাউন্ডেশনের আয়োজনে মুন্সিগঞ্জ প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার ‘আদিবাসী নেভিগেটর: মুন্ডা জাতির বর্তমান অবস্থা’ শীর্ষক আঞ্চলিক পরামর্শ সভার আয়োজন করা হয়।
খুলনা জেলার কয়রা উপজেলা, সাতক্ষীরা জেলার তালা ও শ্যামনগর উপজেলার মুন্ডা সম্প্রদায়ের নারী ও পুরুষ নেতৃবৃন্দের অংশগ্রহণে আঞ্চলিক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ। প্রধান অতিথি বক্তব্যে আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের নেট ওয়ার্কিং গড়ে তোলা, নিজস্ব সংস্কৃতি টিকিয়ে রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন।
সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার সভাপতি গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে ও সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণ পদ মুন্ডার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈশ^রীপুর যিশু মিশন প্রধান ইটালিয়ান ফাদার লুইজি পাজ্জি, রিপোর্টার ও শিক্ষক রনজিৎ বর্মন, কারিতাস বাংলাদেশ, খুলনা অঞ্চলের কর্মকর্তা সুমন কুমার মালাকার ।
মুন্ডা সম্প্রদায়ের বর্তমান অবস্থা নিয়ে বক্তব্য রাখেন কয়রা উপজেলার পক্ষে বলাইকৃষ্ণ মুন্ডা, তালা উপজেলার পক্ষে বিশ^জীত মুন্ডা, শ্যামনগর উপজেলার পক্ষে বাহামনি মুন্ডা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হরিদাশ হালদার, রামপ্রসাদ মুন্ডা প্রমুখ। আঞ্চলিক পরামর্শ সভায় আদিবাসীদের অধিকার সহ অন্যান্য বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা।
The post শ্যামনগরে আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের আঞ্চলিক পরামর্শ সভা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3u7I20W
No comments:
Post a Comment