নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্বাস্থ্য বিধি মেনে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ভূ-গর্ভূস্থ বারিড পাইপ সেচ নালা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় দৌলতপুর পূজা ম-পের পাশে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর মারুফ আহমেদ। প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ জসিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, প্রকৌশলী হারুন অর রশিদ, কৃষি সম্প্রসারণ অফিসার সদর কৃষিবিদ প্লাবনী সরকার, কাউন্সিলর অনীমা রানী মন্ডল, উপ-সহকারী কৃষি অফিসার রঘুজিৎ গুহ, অমল কুমার ব্যানার্জী ও বিশ^জিত দাশ।
বারিড পাইপ প্রদর্শনীর উদ্দেশ্য ভূ-গর্ভস্থ সেচ নালার মাধ্যমে পানির অপচয় কমিয়ে সেচ দক্ষতা বৃদ্ধি, সেচ খরচ কমানো, সেচ এলাকা সম্প্রসারণ করা। প্রধান অতিথি উপস্থিত কৃষক-কৃষাণীদের উদ্দেশ্যে বলেন, বারিড পাইপের সুবিধা ভোগী কৃষকদের পাশাপাশি সকলকে সরকারী ভূর্তুকী মূল্যে যান্ত্রিকীকরনের সহায়তা গ্রহণ করা এবং নতুন নতুন প্রযুক্তি গ্রহণ ও বাস্তবায়ন করা। সর্বপরি চলতি বোরো মৌসুমে পাকা ধান কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কেটে মাড়াই, ঝাড়াই ও বস্তা ভরার সুযোগ রয়েছে। এ ধরনের আধুনিক প্রযুক্তি গ্রহণের উদাত্ত আহ্বান। মাঠ দিবসে স্থানীয় ৬০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলাই উপস্থিত সকলকে উপ-সহকারী কৃষি অফিসার রঘুজিৎ গুহ মাস্ক বিতরণ করেন এবং স্বাস্থ্য বিধি মেনে সচেতনা থাকার আহ্বান জানান। এছাড়া বৈকারী ইউনিয়নের মৃগিডাঙ্গা মাঠে জিকেবিএসপি প্রকল্পের রসুনের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
The post শহরতলীর দৌলতপুর ভূগর্ভস্থ বারিড পাইপ সেচ নালা প্রদর্শনীর মাঠ দিবস appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3ws4l3F
No comments:
Post a Comment