Thursday, April 1, 2021

শ্যামনগরে ১২০০ টাকা দিতে না পারায় বৃদ্ধের কর্ণ ছেদন https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: শ্যামনগরের আটুলিয়ার বড় কুপট গ্রামে ১২ শত টাকা না দিতে এক বৃদ্ধের কর্ণ ছেদন করা হয়েছে। পাওনার টাকা নিতে গিয়ে প্রতিপক্ষের আক্রমনে ব্যাপক মারপিট রক্তাক্ত করে এক বৃদ্ধের কর্ণ ছেদন করা হয়েছে। আহত বৃদ্ধ বড়কুপট গ্রামের কল্যানী রানী মন্ডলের স্বামী ভরত চন্দ্র মন্ডল (৭০)।
কল্যানী রানী মন্ডল জানান, তার প্রতিবেশী প্রভাষ চন্দ্র মন্ডল, ত্রিদ্বিপ কুমার মন্ডল, আশারানী মন্ডলসহ তার সমগোত্রীয় লোকেরা পরিকল্পিতভাবে তার স্বামী ভরত চন্দ্র মন্ডলকে অন্যায়ভাবে ব্যাপক মারপিট করে। মারপিটে ডান কানে দায়ের কোপে ছেদন করেছে। এতে প্রচুর রক্তাক্ত হয়ে কানের বৃহৎ অংশ পৃথক করা হয়েছে। গত ৩১ মার্চ (বুধবার) সন্ধ্যা ৬টার দিকে প্রতিবেশী প্রভাষ চন্দ্র মন্ডলের বাড়ির সামনে রাস্তায় ভরত চন্দ্র মন্ডলকে এলোপাতাড়িভাবে মারপিট করে শরীরে বিভিন্ন অঙ্গে ফোলা জখম করা হয়। ভরত চন্দ্র মন্ডলের ধান ঝাড়ানো মেশিনে প্রভাষ চন্দ্র মন্ডলের ধান ঝাড়ানো হয়। প্রভাষ চন্দ্র মন্ডলের কাছে ধান ঝাড়ানো মুজুরী বা পারিশ্রমিক বাবদ ১ হাজার ২ শত টাকা বকেয়া পড়ে। পাওনা টাকা উদ্ধারে প্রভাষ চন্দ্র মন্ডলের সাথে ভরত চন্দ্র মন্ডলের বিরোধ বাঁধে। ভরত চন্দ্র মন্ডলের ১ হাজার ২ শত টাকা না দিতে প্রভাষ চন্দ্র মন্ডল বিভিন্ন তালবাহনা সৃষ্টি করে। এনিয়ে বিতর্কের জেরে ভরত চন্দ্র মন্ডলকে মারপিট করে কর্ণ ছেদনের ঘটনা ঘটে। স্বামীকে উদ্ধার করতে গিয়ে প্রতিপক্ষদের আক্রমনে লাঞ্ছিত হন কল্যানী রানী মন্ডল। এসময় কল্যানী রানী মন্ডলের ব্যবহৃত স্বর্ণের চেইন ও স্বর্ণের দুল জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে। স্থানীয়রা ভরত চন্দ্র মন্ডলকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

The post শ্যামনগরে ১২০০ টাকা দিতে না পারায় বৃদ্ধের কর্ণ ছেদন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3sIl9kD

No comments:

Post a Comment