Wednesday, April 21, 2021

শ্যামনগরে সড়কে প্রাণ গেল এক সন্তানের জননীর https://ift.tt/eA8V8J

কৈখালী (শ্যামনগর) প্রতিনিধি: ভেটখালী টু শ্যামনগরের মেইন সড়কটি দীর্ঘদিন জরাজীর্ণ থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সেই দুর্ঘটনার মিছিলে প্রাণ দিলেন এক সন্তানের জননী আছিয়া বেগম (৩০)।
জানা যায়, গত ১০ এপ্রিল কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মো: সাত্তার শেখের কন্যা আছিয়া বেগম (৩০) ভেটখালী হতে শ্যামনগর অভিমুখে মোটর সাইকেলে যাওয়ার পথে পাতড়াখোলা নামক স্থানে পৌছালে রোডের জরাজীর্ণতার কারণে মোটরসাইকেল হতে ছিটকে পড়ে যান। সাথে সাথে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে তার অবস্থার অবনতি দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ১০ দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২১ এপ্রিল তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এদিকে এলাকাবাসী জানান, ভেটখালী টু শ্যামনগরের মেইন সড়কের অবস্থা খুবই খারাপ। গর্তে গর্তে ভরে গেছে সড়কটি। ছাল-চামড়া সব উঠে গেছে। যানবাহনে চলতে গেলে ধাক্কায় ধাক্কায় কোমর ছিড়ে যাওয়ার উপক্রম। রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

The post শ্যামনগরে সড়কে প্রাণ গেল এক সন্তানের জননীর appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/32C8ft0

No comments:

Post a Comment