Wednesday, April 21, 2021

হরিঢালী ক্যাম্পের এসআই মনিরুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ https://ift.tt/eA8V8J

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: হরিঢালী ক্যাম্পের ইনচার্জ এসআই মনিরুজ্জামান হাজরার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ। নিজের অসংখ্য অপকর্ম ঢাকতে ও শাস্তির হাত থেকে রেহাই পেতে রাজনৈতিক নেতা ও পুলিশের পদস্থ কর্মকর্তাদের আনুকূল্য লাভের আশায় যোগাযোগ শুরু করেছেন। যদিও তিনি ক’দিন আগে মেডিকেল ছুটি নিয়ে খুলনায় অবস্থান করছেন। প্রায় এক বছরের বেশি সময় ধরে তিনি হরিঢালী পুলিশ ক্যাম্পে ইনচার্জ হিসেবে কর্মরত। যোগদানের পর থেকেই তিনি বেপরোয়া হয়ে উঠেছেন। একের পর এক ঘুষ দুর্নীতিসহ নানা অপকর্ম করেই চলেছেন। টাকার ধান্দায় তিনি এলাকা চষে বেড়ান বলে জানান এলাকাবাসী।
স্থানীয় এলাকাবাসি জানায়, হরিঢালী ইউনিয়নের নগরশ্রীরামপুর মৌজার বিল এলাকায় দিন মজুর মান্দার গাজী বসত ঘর নির্মাণের জন্য এক খন্ড জমি ক্রয় করে। সেখানে বসত ঘর নির্মাণের শেষ পর্যায়ে এসআই মনিরুজ্জামান এসে খাস জমিতে ঘর বানানোর মনগড়া অভিযোগ তুলে ঘর নির্মাণে বাঁধা দেয়। ক্যাম্পে আমার সঙ্গে দেখা না করে পুনরায় ঘর নির্মাণের কাজ শুরু করলে নির্মিত বসত ঘর ভেঙে দেওয়াসহ তাকে জেলে দেওয়ার হুমকি দেয়। নির্মিত বসত ঘর ভেঙে দেয়ার হুমকি ও জেলে যাওয়ার ভয়ে পরদিন সকালে তার দুইজন প্রতিবেশিকে নিয়ে ক্যাম্পে দেখা করেন। এসময় একজন দিন মজুরের কষ্টার্জিত টাকা দিয়ে নিষ্কন্টক জায়গা ক্রয় করে বসত ঘর নির্মাণের বৈধতার কথা জানালেও তাতে কর্ণপাত করেননি তিনি। এক পর্যায়ে এসআই মনিরুজ্জামান তাদেরকে ভয় দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করলেও প্রতিবেশি নাছিরপুর গ্রামের কামরুল ও মজিদের মধ্যস্থতায় নগদ ১০ হাজার টাকা ওই ক্যাম্পে তাকে দেয়া হয়। এছাড়া গত লকডাউনে রাতে বাড়ির বাইরে প্র¯্রাব করতে আসার অপরাধে শ্রীরামপুর গ্রামের হাবিবুর সরদার, স’মিল শ্রমিক মোস্তাক সরদার, দিন মজুর হালিম সানার কাছ থেকে হাতিয়ে নেয়া হয় দেড় হাজার টাকা। এর আগে টাকা দিতে অস্বীকার করলে তাদেরকে ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য ভ্যানে তোলে। এরপর টাকা দিলে তাদেরকে ছেড়ে দেয়া হয়। এদিকে এসআই মনিরুজ্জামানের আরও অপকর্মের তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে।

The post হরিঢালী ক্যাম্পের এসআই মনিরুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3audPlc

No comments:

Post a Comment