Friday, April 2, 2021

সোলাদানায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের উভয় পক্ষের মামলা: আসামী ১৮৫, আটক ৪ https://ift.tt/eA8V8J

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার সোলাদানা ইউপি নির্বাচনে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে আ’লীগ মনোনীত প্রার্থী আব্দুল মান্নান গাজীর কর্মি সমর্থক ও বর্তমান চেয়ারম্যান এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম এনামুল হকসহ উভয় পক্ষের শতাধিক কর্মি সমর্থকরা মারাত্মক আহত হয়। মারামারির ঘটনায় প্রথমে আ’লীগের চেয়ারম্যান প্রার্থীর ভাই রবিউল ইসলাম গাজী ৬৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জনের নামে ২৮ মার্চ মামলা করে। তার দুদিন পর বর্তমান চেয়ারম্যান এস এম এনামুল হক বাদী হয়ে ১২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে ৩০ মার্চ পাইকগাছা থানায় মামলা করেছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নে ২৭ মার্চ সকালে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এসএম এনামুল হকের কর্মি সমর্থকরা অত্র ইউপির দারুল উলুম মাদ্রাসা মোড়ে নির্বাচনী পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে চেয়ারম্যান এনামুলসহ উভয়পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়। বর্তমান চেয়ারম্যান এনামুল হকের অবস্থার অবনতি হওয়ায় তিনি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আব্দুল মান্নানের ভাই রবিউল ইসলাম রবি বাদী হয়ে ৬৩ জনের নাম উল্লে¬খ করে পাইকগাছা থানায় মামলা করে। যার নাম্বার ৩১। অপরদিকে চেয়ারম্যান এনামুল হক অসুস্থ থাকার কারণে ঘটনার ৩দিন পর থানায় ১২২ জনের নাম উল্লে¬খ করে মামলা করেন, যার নং ৩৩। এ ঘটনায় ঐদিনই পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে। উভয় পক্ষের মামলার তদন্ত কর্মকর্তা পাইকগাছা থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম বলেন, সঠিকভাবে তদন্ত সম্পন্ন করা হবে। অহেতুক কাউকে মামলায় জড়ানো হবেনা।

The post সোলাদানায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের উভয় পক্ষের মামলা: আসামী ১৮৫, আটক ৪ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3fAtq6a

No comments:

Post a Comment