সুদয় কুমার ম-ল
বিরহ বাসরে এলোকেশী গঙ্গা,যমুনা
সাগর সংগমে তীর্থ যাত্রীরা ভিড়ছে
দোল যাত্রায় কৃষ্ণ প্রেমের বিরহ জ্বালা জুড়াতে নিরজনে।
বাসন্তী অভিসারে কুলকামিনী নিয়ে
চলে শ্যাম সোহাগিনী, লোলিতা বিশখা সাজিয়ে দেয় রাই বিনোদিনী
নাচেগানে পুরে মনঃস্কাম,প্রেমালিঙ্গন
ভক্তের অধীন ভগবান।
দোল পূর্ণিমা পূর্ণ তিথি মহামিলনে
মাগুরখালি আয়োজক কমিটি এ লগ্নে মাতোয়ারা আবির রঙে রাঙানো
মন দোদুল দোলে কৃষ্ণ প্রেমে রাধিকা
রমণ।
প্রেমের উথলি জোয়ারে ভেসে যায় বাসনার উচ্ছিষ্ট জঞ্জাল ভক্তাধীনে
প্রেম আলিঙ্গন রমণ রমণী নাচে
মৃদাঙ্গের তালে তালে উদাস সুরে
শ্যাম দরশন।
সেই নিধুবন রাস লীলা মূখরসন্ধিক্ষণ
মাগুরখালি জনপদ প্রেম মাতোয়ারা
কত সাধকের মহতি আন্তরিকতায় সিক্ত আবিররাঙা অভিসারী এ ধাম।
The post দোল পূর্ণিমা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3dsHuw7
No comments:
Post a Comment