Saturday, April 3, 2021

রিসোর্টে নারীসহ আটক হেফাজত নেতা মামুনুল https://ift.tt/eA8V8J

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারায়ণগঞ্জের একটি রিসোর্ট থেকে নারীসহ আটক করেছে স্থানীয়রা।

শনিবার (০৩ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার রয়্যাল রিসোর্টের পাঁচতলার ৫০১ নম্বর কক্ষে তাকে আটক করে পুলিশ।

বিকেলে এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে নারীসহ আটক করা হয় মামুনুলকে। এ সময় তাকে জিজ্ঞাসা করলে তিনি ওই নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি আই মোশাররফ হোসেন এবং সোনারগাঁ থানার ওসি (তদন্ত) তবিদুর রহমান ঘটনাস্থলে রয়েছেন।

ওসি তবিদুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থলে রয়েছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন মামুনুল হক। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।”

The post রিসোর্টে নারীসহ আটক হেফাজত নেতা মামুনুল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2R4Hf2I

No comments:

Post a Comment