নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা প্রাণসায়র খাল সৌন্দর্য বৃদ্ধির লক্ষে জেলা প্রশাসকের উদ্যোগ কিছু অসাধু ব্যবসায়ির কারণে ভেস্তে যেতে বসেছে। তারা খালের দুই ধারে অবৈধভাবে দোকানপাট তৈরি করে ব্যবসা করছে। ময়লা আবর্জনা ফেলে খালের ধারে ভরাট করে ফেলছে।
সরেজমিনে দেখা যায়, সাতক্ষীরা ওয়ান ব্যাংকের সামনে মাহমুদপুর ক্লথ স্টোরের পিছনে সাবেক মেয়র আব্দুল জলিলের বাড়ির পূর্বপাশে ৩০-৪০ টি সিট কাপড়ের দোকান অবৈধভাবে গড়ে উঠেছে। তারা প্রতিদিন ময়লার স্তুপ ফেলছে। এতে খাল আবার ভরাট হতে বসেছে। দুর্গন্ধে পরিবেশ নষ্ট হচ্ছে। খালের ধারে যেসব অবৈধ দোকানদার ব্যবসা করছে তার মধ্যে শওকত, রাজা, বাদশা, রাজু, শহিদুল, মাসুদ, ফারুক আরিফুলসহ অনেকেই উল্লেখযোগ্য। স্থানীয় দোকানদাররা জানান, সাতক্ষীরা শহর সৌন্দর্য্য বৃদ্ধির জন্য জেলা প্রশাসক খালের দুই ধারে রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছিলেন। জেলা প্রশাসকের সেই উদ্যোগ ভেস্তে যেতে বসেছে। তারা ময়লা আবর্জনা ফেলে খালের এক পাশ ভরাট করে চলেছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, অবৈধ দখলদারদের দ্রুত উচ্ছেদ করা হবে। খালে ময়লা আবর্জনা ফেলার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
The post ময়লা আবর্জনা ফেলে খাল ভরাটের উপক্রম: জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3fKbEhb
No comments:
Post a Comment