ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উদ্যোগে করোনাকালীন অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলা মুক্তিযদোদ্ধা সংসদ কমপ্লে¬ক্সে সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: সোলায়মান মিয়া ও মহাসচিব মো: শফিকুল ইসলাম বাবুর নির্দেশনায় খুলনা জেলা ও ডুমুরিয়া উপজেলা সংসদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সিনিয়র সহ-সভাপতি মো: রিয়াজুল ইসলাম।
সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কাউন্সিলের আহ্বায়ক মো: রাকিবুজ্জামান সরদার।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জাহিদুল ইসলাম লিপু, বাটিয়াঘাটা উপজেলা সংসদের আহ্বায়ক বিশ্বজিৎ সরকার, ডুমুরিয়া উপজেলা শাখার আহ্বায়ক কমলেশ মন্ডল। উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মোল¬া, যুগ্ম-সাধারণ সম্পাদক পল¬ব ফৌজদার ও সদস্য টুলটুল ফকির ও স্বপন ফৌজদারসহ অন্যান সদস্যবৃন্দ। অনুষ্ঠানে ৩৫টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল-ডাল-তেল-লবণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
The post ডুমুরিয়ায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3vffhA5
No comments:
Post a Comment