Friday, April 23, 2021

আশাশুনির সরাপপুরে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ: ৩টি উদ্ধার https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা আশাশুনি উপজেলার সরাপপুর এলাকায় সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে মোসলেম উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সে একই এলাকার মৃত হামিদুল্যাহর ছেলে। সরকারি গাছ কাটা ছাড়াও তার বিরুদ্ধে এলাকার মৎস্য ঘের দখল, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়া ও তিনি কয়েকটি মামলার আসামী। সরাপপুর এলাকার ইউপি সদস্য আলমগীর হোসেন ও আব্দুর রহিম জানান, মোসলেম উদ্দিন এলাকার ত্রাস হিসেবে পরিচিত। সে যেকোন ধরণের কাজ করতে পারে। স্থানীয় এই সন্ত্রাসীর বিরুদ্ধে এলাকার কোন মানুষ মুখ খুলতে সাহস পায় না।
সম্প্রতি সরাপপুর খেয়াঘাট চার রাস্তার মোড়ের বকুলের দোকানের পিছন থেকে অনেক বছরের পুরাতন সরকারি কয়েকটি শিরিশ গাছ কেটে বিক্রি করেছে। এনিয়ে এলাকার মানুষ প্রতিবাদ করতে গেলে সে হুমকি দিয়ে থামিয়ে দেয়। তাই এলাকার কোন ব্যক্তি তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। এছাড়াও তার বিরুদ্ধে অন্যের জমি একাধিক মামলার আসামী নওশেরের ছেলে দুখেসহ সন্ত্রাসী বাহিনী নিয়ে দখল করতে যাওয়ার অভিযোগ আছে। যার প্রেক্ষিতে সরাপপুর এলাকার তায়জুদ্দিন সরদার ও ওমর ফারুক ওই মোসলেমের বিরুদ্ধে থানায় অভিযোগ করে।
এ ব্যাপারে মোসলেম উদ্দিন সরকারি গাছ কাটার কথা অস্বীকার করেন।
এ ব্যাপারে শোভনালি ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মিজানুর রহমান জানান, সরাপপুর এলাকার মোসলেম নামের এক ব্যক্তি সরকারি জায়গার গাছ কেটেছে এমন অভিযোগের প্রেক্ষিতে আমরা ৩টি শিশু গাছ জব্দ করেছি। মাপ জরিপ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এলাকাবাসী জানান, ৩টি ছোট শিশু গাছ জব্দ করলেও বড় গাছগুলো আগেই সরিয়ে ফেলেছে মোসলেম। এলাকাবাসী বিভিন্ন অপকর্মের হোতা মোসলেমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

The post আশাশুনির সরাপপুরে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ: ৩টি উদ্ধার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3sGMsux

No comments:

Post a Comment