তৃষ্ণা বসাক
এত প্রত্যাখান কেন সাজিয়েছ, বসন্তের পুষ্পপাত্রে?
বুন্দুর সূর্যমন্দিরের সাতঘোড়া,
তাদের অতিকায় পুরুষাঙ্গ নিয়ে, থমকে গেছে;
হলদে চাল, বিবাহম-পে, কুসুম ফুলের মতো,
পাতা লাল, যেন যোনিদ্বার ক্সক্সক্স
ওই পথে, হৃদয় শোণিত ঝরা বন্ধ হবে, বলে ভেবেছিলে,
লাতেহার থেকে ওঠা মনস্বিনী হাওয়া,
অনেক শুশ্রূষা আনবে ভেবেছিলে, হায় রে করুণা!
এত প্রত্যাখান তবু , বসন্তের পুষ্পপাত্রে, কেন সাজিয়েছ?
জননীর হাতে ঝোলে, এই আমারই মুন্ডু, শিরস্ত্রাণহীন!
কবন্ধ শরীর ঘোরে হরিণের মতো,
পত্রহীন পলাশের বনে ক্সক্সক্স
এত প্রত্যাখান, আজও
কেন সাজিয়েছ?
The post যারা প্রত্যাখ্যাত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3mqvgs1
No comments:
Post a Comment