সন্তোষ ঢালী
একটা ঝড় দরকার।
না, কোনো টর্নেডো নয়, কোনো সাইক্লোন নয়;
কিংবা আকাশকালো দৈত্যের মতো নয় কোনো কালবৈশাখী
একটা ঝড় খুব দরকার;
বর্বর স্বার্থান্বেষী ধর্মান্ধ এই সমাজকে
তেলবাজ চাটুকার ভ- এই সমাজকে উড়িয়ে দেয়ার জন্য;
ভালো করে পুড়িয়ে দেয়ার জন্য
একটা মানবিক ঝড় দরকার,
তারপর আবার যদি ফিনিক্স পাখির মতো
ছাই থেকে অগ্নি-ডানায় জেগে ওঠে নতুন সমাজ-
তারপর আবার যদি নির্ভয়ে শিশুরা খেলতে পারে মাঠে-
তারপর আবার যদি ফুল পাখি প্রজাপতি উড়তে পারে আনন্দ-বাতাসে-
তারপর আবার যদি মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে-
তারপর আবার যদি মানুষ মানুষকে ভালোবাসতে পারে নির্দ্বিধায়-
একটা ঝড় দরকার ব্যাকরণের পুরনো পৃষ্ঠা উড়িয়ে দেয়ার
একটা ঝড় দরকার রুদ্ধ বিবেক ঘেরা অদৃশ্য দেয়াল ভাঙার;
মড়া ডালে খড়-কুটোয় বাঁধা পাখির বাসার মতো জীবন
দম ফুরনো ঘড়ির কাঁটায় আটকে থাকা প্রতারক সময়,
ইঁদুর কিংবা মড়া বিড়ালের মতো ভাগাড়ে ছুঁড়ে ফেলার জন্য
একটা ঝড় দরকার- মানবিক ঝড়।
The post একটা ঝড় দরকার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2OeNNdW
No comments:
Post a Comment