Monday, April 26, 2021

তীব্র তাপদাহে পুড়ছে দেশ, থাকবে আরও দু-তিনদিন https://ift.tt/eA8V8J

সারা দেশে চলছে তীব্র তাপদাহ। প্রচণ্ড গরমে হাসফাঁস করছেন মানুষ। কাঠফাটা রোদ থেকে বাঁচতে আশ্রয় নিচ্ছেন ছায়ায়। তবে সারা দেশে এই তাপদাহ আরও দুই-তিনদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, গতকালের মতো আজকের তাপমাত্রাও একইরকম থাকবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আরও দুই থেকে তিন দিন তাপমাত্রা এমনই থাকবে। এরপর একটু মেঘলা হয়ে আসতে পারে।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া খুলনায় তাপমাত্রা ৪০ দশমিক ২, রাজশাহীতে ৪০ দশমিক ৩, ঢাকায় ৩৯ দশমিক ৫, পাবনার ঈশ্বরদীতে ৩৯ দশমিক ৫, পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল।

The post তীব্র তাপদাহে পুড়ছে দেশ, থাকবে আরও দু-তিনদিন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3vn4Qu6

No comments:

Post a Comment