Monday, June 29, 2020

সামনে আরও ভয়াবহ দিন আসছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা https://ift.tt/eA8V8J

করোনাভাইরাস মহামারির ছয় মাস পার হলেও এখনো কমার লক্ষণ দেখা যাচ্ছে না। কোটির উপর আক্রান্ত এবং পাঁচ লক্ষাধিক মৃত্যুর পর প্রথম ধাপে এর প্রভাব বিভিন্ন দেশে কিছুটা কমে এসেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনার প্রভাব কমার আপাতত কোনো সম্ভাবনা নেই বরং ভাইরাসটির সংক্রমণের ভয়াবহ দিন সামনে অপেক্ষা করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মহামারি করোনা ভাইরাসের প্রকোপ তো শেষ হয়নি, শেষ হওয়ার কাছাকাছিও যায়নি। অবস্থা এমন চলতে থাকলে করোনা সংক্রমণের সবচেয়ে খারাপ পরিস্থিতির শঙ্কা করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা বিষয়ক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান মহাপরিচালক টেডরোস আধানোম গেব্রেয়াসুস। খবর বিবিসির।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি সামনে অপেক্ষা করছে। এই রকম পরিবেশ ও অবস্থা চলতে থাকলে, আমরা সেই ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছি।’

টেডরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘সব দেশের সরকারকে সঠিক পদক্ষেপ বাস্তবায়ন শুরুর সঙ্গে পূর্বের মতোই পরীক্ষা, শনাক্ত, আইসোলেশন ও কোয়ারেন্টাইন করতে হবে। আমরা চাই চলমান পরিস্থিতির অবসান হোক। আমরা চাই প্রতিটি জীবন বাঁচুক। কিন্তু কঠিন বাস্তবতা হলো, এ পরিস্থিতির অবসান হচ্ছে না।’

তিনি বলেন, ‘কিছু দেশে ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণের অগ্রগতি হলেও মহামারি আরও দ্রুত তার বিস্তার ছড়াচ্ছে এবং সামনের মাসগুলোতে বিশ্বের আরও বেশি সহনশীলতা, ধৈর্য ও উদারতার প্রয়োজন হবে। ছয় মাস আগে, আমরা কেউই ভাবতে পারিনি যে না যে কীভাবে গোটা বিশ্ব এবং আমাদের জীবনকে এই নতুন ভাইরাস মারাত্মক এক টালমাটাল অবস্থার মধ্যে ফেলে দেবে।’

মঙ্গলবার (৩০ জুন) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি চার লাখ ৭ হাজার ৮৫৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৬০ হাজার ৯৮৫ জন। এছাড়া বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৮ হাজার ৭৭ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪১৫ জন। এছাড়া করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৬৪ হাজার ৩৫৫ জন।

The post সামনে আরও ভয়াবহ দিন আসছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/38d9all

No comments:

Post a Comment