Monday, June 29, 2020

সমুদ্র উপকূলে ভেসে এলো বিশালকার বিরল প্রাণী! https://ift.tt/eA8V8J

ভারতের পশ্চিমবঙ্গের মন্দারমণি সমুদ্র উপকূলে ভেসে এলো বিশালকার একটি প্রাণী। দেখতে ব্যাঙাচির মতো হলেও একে তিমি বলে দাবি করছেন স্থানীয় ও বিশেষজ্ঞরা। এ খবর রাজ্যে ছড়িয়ে পড়লে ছবি তুলতে উপকূলে ভিড় করেন উৎসুক জনতা।

সোমবার সকালে উপকূলে মৃত তিমিটি পড়ে থাকতে দেখেন স্থানীয় মৎস্যজীবী ও স্থানীয়রা। পরে খবর পেয়ে বন দফতরের কর্মী ও কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দৈত্যাকার তিমির দৈর্ঘ্য ৩৫ ফুট ও প্রশস্ত ১০ ফুট।

বন দফতরের কর্মী-কর্মকর্তারা জানান, এ প্রাণীটি তিমি গোত্রের বলে ধারণা করা হচ্ছে। তবে অনুসন্ধান করে তা বুঝতে হবে। জাহাজের ধাক্কায় বা অন্য কোনো কারণে আহত হয়ে সমুদ্রের ঢেউয়ে প্রাণীটি উপকূলে ভেসে আসতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি হাম্পব্যাক প্রজাতির তিমি। খানিকটা ব্যাঙাচির মতো দেখতে তিমিটি। উপকূলে আসা তিমিটির ওজনে প্রায় দেড় টন হবে। এর আগে এ ধরণের তিনি কখনো উপকূলে দেখা যায়নি। এমনকি এ তিমি বঙ্গোপসাগরেও দেখা যায় না।

>>ভিডিও দেখতে এখানে ক্লিক করুন<<

সূত্র-আনন্দবাজার অনলাইনজি নিউজ। 

The post সমুদ্র উপকূলে ভেসে এলো বিশালকার বিরল প্রাণী! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3eI5yul

No comments:

Post a Comment