ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ আইনজীবী মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আকরামুজ্জামান নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি আজ রোববার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে প্রবীণ এ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘জনমানুষের নেতা হিসেবে’ আকরামুজ্জামান বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আকরামুজ্জামান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। আজ ভোরে তিনি মারা যান।
আকরামুজ্জামান জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি ছিলেন। তিনি ফেনীতে রোটারি ক্লাব ইন্টারন্যাশনালের অন্যতম প্রতিষ্ঠাতা।
The post করোনায় ফেনী আ. লীগ সভাপতির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/31rv4A2
No comments:
Post a Comment