Sunday, June 28, 2020

করোনা কেড়ে নিল আরেক পুলিশ সদস্যের প্রাণ https://ift.tt/eA8V8J

সর্বনাশা কোভিড-১৯ মহামারীতে আক্রান্ত হয়ে পুলিশ বাহিনীর আরেক সদস্য মারা গেছেন। শনিবার রাত ১০টায় রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। রোববার সকালে পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া পুলিশ সদস্যের নাম মো. আতিয়ার রহমান। তিনি মানিকগঞ্জ জেলা পুলিশের কন্ট্রোলরুমে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
আতিয়ার ১৯৮৪ সালের ২৬ নভেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার কামালদিয়া গ্রামে। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

মানিকগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে দায়িত্ব পালনকালে এ নিয়ে ৩৮ পুলিশ সদস্যের মৃত্যু হলো। আর আক্রান্ত প্রায় ১০ হাজার পুলিশ।

The post করোনা কেড়ে নিল আরেক পুলিশ সদস্যের প্রাণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3g3PQK1

No comments:

Post a Comment