Monday, June 29, 2020

বাফুফের তৃণমূল ফুটবলের শুভেচ্ছাদূত সাতক্ষীরার মেয়ে সাবিনা ও জামাল https://ift.tt/eA8V8J

মহামারি করোনাভাইরাসের কারণে উলটে গেছে ক্রীড়া বিশ্ব। তবে মাঠে ফুটবল ফেরাতে কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। এবার জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও নারী জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও সাতক্ষীরার কৃতি সন্তান সাবিনা খাতুনকে তৃণমূল ফুটবল কার্যক্রমের শুভেচ্ছাদূত মনোনীত করেছে বাফুফে।

রোববার বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানান, ‘জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুন দুইজনই এ দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন। তারা এই চারটি জেলায় গিয়ে সেখানে তৃণমূল ফুটবল উন্নয়নে সবাইকে কাজে উদ্বুদ্ধ করবেন’।

তৃণমূলের ফুটবল কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য বাফুফে প্রাথমিকভাবে চারটি জেলাকে বেছে নিয়েছে- ঢাকা, ফেনী, নীলফামারী ও মাদারীপুর।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) গ্রাসরুট চার্টারে তিনটি ক্যাটাগরি রয়েছে- ব্রোঞ্জ, সিলভার ও গোল্ড। এরইমধ্যে এশিয়ার ২৮ টি দেশ এই গ্রাসরুট কার্যক্রম চালাচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগামী ডিসেম্বরে এএফসির কাছে ব্রোঞ্জ ক্যাটাগরিতে অন্তর্ভূক্ত হওয়ার জন্য আবেদন করবে।

বাফুফের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘আমরা এএফসির গ্রাসরুট কর্মসূচিতে অন্তর্ভূক্ত হতে পারলে সে আওতায় গ্রাসরুট কার্যক্রমগুলো সম্পাদন করতে পারবো। এ জন্যই আমরা দুই জন অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছি। তাদের প্রধান কাজ হবে বাফুফের তৃণমূল কার্যক্রমের আওয়াতাধীন কাজে সম্পৃক্ত থাকা’।

The post বাফুফের তৃণমূল ফুটবলের শুভেচ্ছাদূত সাতক্ষীরার মেয়ে সাবিনা ও জামাল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gc5Xpd

No comments:

Post a Comment