Saturday, June 27, 2020

মানুষের জীবন-জীবিকা রক্ষার চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীর ব্যাপক তৎপরতা https://ift.tt/eA8V8J

মহামারী করোনা এবং আম্পান দুর্যোগের বাস্তবতায় দাঁড়িয়ে অর্থনীতির ক্ষত সারানোর পাশাপাশি মানুষের জীবন-জীবিকা রক্ষার চ্যালেঞ্জ সামনে নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।
করোনা পরিস্থিতিতে বিশ্বে খাদ্য সংকটের আশঙ্কা করা হচ্ছে। আর সে কারণেই সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ দেশের খাদ্য সংকট মোকাবেলায় কৃষকদের হাতে উন্নত জাতের বীজসহ কৃষি সহায়তা প্রদানের নির্দেশ প্রদান করেন। অভ্যন্তরীণ কৃষিজ উৎপাদন অব্যাহত রাখতে অনেক জেলাতেই বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের উৎসাহী করছেন সেনা সদস্যরা। এমনকি যারা মৌসুমি কৃষক তাদেরকেও কৃষি উৎপাদনে আগ্রহী করতে উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছে সেনাবাহিনী। সেই সঙ্গে কৃষি সহায়তায় বিভিন্ন উপকরণও প্রদান করছে তারা। এছাড়াও গণপরিবহন মনিটারিং, স্বাস্থ্যবিধি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নের প্রচেষ্টা, খাদ্য সংকট মোকাবেলায় অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ, সচেতনতামূলক প্রচারণা এবং মাস্ক ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করাসহ নানাবিধ জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
অন্যদিকে আম্পান মোকাবেলায় ক্ষতিগ্রস্থ সাতক্ষীরা এবং খুলনার উপকূলীয় এলাকায় দ্রুত বেড়িবাঁধ নির্মাণ অব্যাহত রাখার পাশাপাশি ঘরবাড়ি মেরামত এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানাবিক জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি

The post মানুষের জীবন-জীবিকা রক্ষার চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীর ব্যাপক তৎপরতা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZeHcSb

No comments:

Post a Comment