যশোর জেলায় নতুন করে আরো ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৫৫৫ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে মারা গেছেন দশজন। সুস্থ হয়েছেন ১৬২ জন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এনএফটি বিভাগের চেয়ারম্যান ও জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানিয়েছেন, আজ সোমবার যশোরের ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের পজেটিভ রেজাল্ট এসেছে।
এছাড়া মাগুরার ৪২ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের, বাগেরহাটের ৬৩ জনের নমুনা পরীক্ষা করে সাতজনের এবং সাতক্ষীরার ৩০ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের নমুনা পজিটিভ হয়েছে।
অর্থাৎ যবিপ্রবির ল্যাবে রোববার মোট ২৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জনের করোনা পজেটিভ এবং ২০৮ জনের নেগেটিভ ফলাফল এসেছে।
পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এবিষয়ে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৪২ জনের করোনা পজেটিভ রেজাল্ট এসেছে। এর মধ্যে ফলোআপ আছেন তিনটি নমুনা।
তিনি বলেন, যারা আক্রান্ত হয়েছেন, তাদের অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। এরপর সংশ্লিষ্ট বাড়ি ও আশপাশের এলাকা লকডাউন করা হবে।
যশোর প্রতিনিধি:
The post সাতক্ষীরার ৯ জনসহ যবিপ্রবি’র পরীক্ষায় আরো ৬৯ জনের করোনা শনাক্ত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2YGVRqp
No comments:
Post a Comment