করোনায় আক্রান্ত হওয়ায় স্ত্রীকে পাঁচতলা থেকে ফেলে দিয়েছেন। বহুতল থেকে পড়ে আহত হওয়া ওই নারীকে প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় স্বামীকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার আরব নিউজ’র প্রতিবেদনে বলা হয়, স্ত্রীকে ফেলে দেয়ার ঘটনায় অভিযুক্ত ওই স্বামীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। ওই নারীর সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছে আইনশৃঙ্খলা বাহিনী। স্ত্রীর জবানবন্দি নেওয়ার পর স্বামীর বিচার কাজ শুরু হবে।
তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীর স্বামী পুলিশকে জানিয়েছে, স্ত্রীর সঙ্গে তার প্রায়ই দাম্পত্য কলহ চলত। এমনকি তারা পৃথক হওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন। এর মধ্যেই তিনি জানতে পারেন, স্ত্রী করোনায় আক্রান্ত। এ নিয়ে আবার কলহ হলে তাকে পাঁচতলা থেকে ফেলে দেন তিনি।
অভিযুক্ত বলেন, আমি করোনায় আক্রান্ত হওয়ার ভয় পেয়ে গিয়েছিলাম। পরপর তিনবার টেস্ট করলেও তার পজিটিভ আসে। আমি তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলি। সে এটি প্রত্যাখ্যান করে। পরে তাকে ফেলে দেই।
The post কোভিড পজিটিভ হওয়ায় স্ত্রীকে পাঁচতলা থেকে ফেলে দিলেন স্বামী appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2CKgvNO
No comments:
Post a Comment