মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) চরম আতঙ্কে আছে সারাবিশ্ব। এই অবস্থার মধ্যেই নতুন আতঙ্ক ছড়াচ্ছে ব্যাকটেরিয়াজনিত ‘সালমোনেলা’র সংক্রমণ।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে এরই মধ্যে এই রোগে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। মূলত মুরগির মাধ্যমে সংক্রমিত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় অন্তত ৮৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে সিডিসি’র বরাত দিয়ে জানিয়েছে, গত ২০ মে থেকে মোট ৩৬৮ জন এই রোগে আক্রান্ত হয়েছে।
চলতি বছরেই মোট ৪৬৫ জন মুরগির মাধ্যমে সালমোনেলা রোগে আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ৪২টি প্রদেশ থেকে এই খবর পাওয়া গেছে। ২০১৯ সালেও সালমোনেলা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
The post করোনার সঙ্গে এবার মুরগি ছড়াচ্ছে ‘সালমোনেলা’ সংক্রমণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2VpAMi3
No comments:
Post a Comment