সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়ন পরিষদের উদ্যোগে করোনা পরিস্থিতি মোকাবেলায় দেড়শ পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় বল্লী মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউপি চেয়ারম্যান বজলুর রহমান এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ওবায়দুর রহমান লাল্টু, ইউপি সদস্য হাবিবুর রহমান, শামসুর রহমান, মনিরুজ্জামান, কহিনুর বেগম, লিলিমা খাতুন, ছামসুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি আজহারুল ইসলাম প্রমূখ।
এ সময় প্রত্যেক পরিবারকে তিনটি করে সাবান, এক কেজি ব্লিচিং পাউডার ও ৫টি করে মাস্ক প্রদান করা হয়। পরে, একই স্থানে করোনায় ক্ষতিগ্রস্ত ৫৮টি পরিবারের মাঝে সরকার প্রদত্ত ৩০০ টাকা হারে নগদ অর্থ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
The post বল্লী ইউপির উদ্যোগে করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2NJ8z1E
No comments:
Post a Comment