Sunday, June 28, 2020

বিশ্বের সেরা কোচ শাস্ত্রী! https://ift.tt/eA8V8J

ভারতীয় ক্রিকেট দলের বর্তমান হেড কোচ রবি শাস্ত্রী। তার অধীনে নিজেদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে বিরাট কোহলির দল। দলকে সামলানোর দারুণ সক্ষমতার কারণে শাস্ত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি। তার মতে, শাস্ত্রীই বর্তমান বিশ্বের সেরা কোচ।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে রবি শাস্ত্রীকে নিয়ে কথা বলেছেন বাসিত আলি। সেখানে তিনি বলেন, ‘শাস্ত্রী ক্রিকেটার হিসেবেও যেমন বড় মাপের, কোচ হিসেবেও সেরকম। যদি এখন অ্যান্ডি ফ্লাওয়ার কোচিং করাতেন, তা হলে আমি তার কথাই বলতাম। কিন্তু ফ্লাওয়ার তো কোচিং করাচ্ছেন না। তাই শাস্ত্রীকেই আমি এই মুহূর্তে সেরা কোচ বলছি।’

বাসিত আলি আরো বলেন, ‘শাস্ত্রীর কোচিং স্টাইল অন্য রকম। আমি একবার শাস্ত্রীর একটা প্রেস কনফারেন্স দেখেছিলাম। সেখানে শাস্ত্রীর উদ্দেশ্যে কঠিন কঠিন সব প্রশ্ন উড়ে এসেছিল। তার জবাবও কড়া ভাষায় দিয়েছিল শাস্ত্রী। সেই উত্তরেই বুঝতে পেরেছিলাম, তিনি খুব কঠিন মনের মানুষ।’

তারকা ক্রিকেটারদের সামলাতে অনেক কোচকেই বেগ পেতে হয়। শাস্ত্রী এ ব্যাপারে দারুণ দক্ষ জানিয়ে বাসিত আলি যোগ করেন, ‘নামী তারকাদের কিভাবে সামলাতে হয়, সেটা কোচের জানা দরকার। পাকিস্তানে শোয়েব আখতারের মতো ক্রিকেটারকে সামলানোর মতো কেউ ছিল না। সেই সময়ে শোয়েবকে ঠিকমতো সামলাতে পারলে, ও আরও অনেক দূর যেত। কিন্তু তারকায় ঠাসা ভারত দলে শাস্ত্রী দারুণভাবে এই কাজ করে যাচ্ছে।’

The post বিশ্বের সেরা কোচ শাস্ত্রী! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Vn5kAT

No comments:

Post a Comment