Tuesday, June 30, 2020

শ্যামনগরে চুনা নদীতে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক https://ift.tt/eA8V8J

শ্যামনগরে আটুলিয়া চুনা নদীতে মাটি ভরাট করে সরকারী সম্পত্তি অবৈধ স্থাপনা গড়ে উঠছে। নদীর প্রবাহমান ¯্রােতধারা বির্ঘিত। জনগনের ব্যাপক ক্ষতির সম্মুখিন। সরেজমিনে দেখা যায়, শ্যামনগর নওয়াবেঁকী রোডে আটুলিয়ায় চুনা নদীর ব্রিজের দক্ষিন পার্শে¦ গাজী বাড়ী জামে মসজিদের সন্নিকটে ছাত্তার গাজী ও মোহাম্মাদ আলীর বাড়ীর সামনে চুনা নদীতে অবৈধভাবে মাটি ভরাট করে স্থাপনা নির্মিত হচ্ছে। বাঁশের পাইলিং দিয়ে মাটি ভরাট করে চুনা নদীতে সরকারী সম্পত্তি অবৈধভাবে দখলের হিড়িক পড়েছে। স্থানীয়রা জানান, একই এলাকার ছাত্তার গাজীর সহযোগীতায় সুরাত গাজীর পুত্র বাবলু গাজী চুনা নদীতে মাটি ভরাট করে কয়েকটি ঘর বাড়ি ও ফসল ক্ষেত তৈরি করেছে। এভাবে অবৈধ স্থাপনা চলতে থাকলে চুনা নদী বিলীন হয়ে যাবে। থাকবে না প্রবাহমান ¯্রােতধারা। সৃষ্টি হবে জলাবদ্ধতা। ক্ষতি হবে লক্ষ লক্ষ জনগনের। দক্ষিন পশ্চিম আটুলিয়া, হাওয়ালভাঙ্গী, তালবাড়িয়া, গুমানতলী, কাঁঠালবাড়িয়া, কাচিহারানিয়া, দেওল, জাওয়াখালী, শংকরকাটি, পাটনিপুকুর, চন্ডিপুর, শ্যামনগর, খুটিকাটা সহ বিভিন্ন হাজার হাজার একর ফসলী জমি ও মৎস্য ঘেরের পানি সরবরাহের একমাত্র মাধ্যম চুনা নদী। অবৈধ স্থাপনায় এ চুনা নদীর আসল মহিমা হারাতে বসেছে। এ ব্যাপারে দ্রুত যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সংবাদদাতা:

The post শ্যামনগরে চুনা নদীতে অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ig7g8k

No comments:

Post a Comment