Tuesday, June 30, 2020

ঝটপট কম্পিউটার বা ল্যাপটপ পরিষ্কার করার সঠিক কৌশল! https://ift.tt/eA8V8J

লকডাউনের কারণে অনেকেই ঘরে বসেই অফিসের কাজ করছেন। এতে ব্যবহার হচ্ছে কম্পিউটার কিংবা ল্যাপটপ। এছাড়া অফিসেও এই দুটি যন্ত্র ব্যবহার হয়ে থাকে। কাজ তো করছেন, তবে এর যত্ন নিচ্ছেন কি?

হ্যাঁ, প্রতিদিন ব্যবহার করার কারণে কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন ও কি-বোর্ডে প্রচুর জীবাণু জমে থাকে। এছাড়া ধুলাবালির তো রয়েছেই। ধুলাবালি ও জীবাণু দূর করার জন্য তাই কম্পিউটার নিয়মিত পরিষ্কার করা জরুরি। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে ঝটপট পরিষ্কার করবেন কম্পিউটার বা ল্যাপটপ- 

> সামান্য সাদা ভিনেগার দিয়ে মাইক্রোফাইবার ক্লথ (পরিষ্কার করার কাপড়) ভিজিয়ে সাবধানে মুছে নিন কম্পিউটার কিংবা ল্যাপটপের কি-বোর্ড।

> মনিটরের আলগা ধুলাবালি নরম ও শুকনা কাপড় দিয়ে মুছে নিন।

> মনিটরের স্ক্রিনে দাগ পড়ে গেলে গ্লাস ক্লিনারের সাহায্যে মুছুন।

> কি-বোর্ডের আনাচে কানাচে পরিষ্কার করতে তুলার টুকরা ভিজিয়ে নিন সাদা ভিনেগারে এবং এর সাহায্যে পরিষ্কার করুন। 

> প্রতিদিন ব্রাশের সাহায্যে কি-বোর্ডে জমে থাকা ধুলাবালি পরিষ্কার করুন।

> তাছাড়া সাদা ভিনেগারের সঙ্গে পানি মিশিয়ে পরিষ্কারক দ্রবণ তৈরি করে মুছে ফেলতে পারেন পুরো কম্পিউটার বা ল্যাপটপ।

> রাবিং অ্যালকোহলের সাহায্যেও পরিষ্কার করতে পারেন কি-বোর্ড ও মনিটর।

The post ঝটপট কম্পিউটার বা ল্যাপটপ পরিষ্কার করার সঠিক কৌশল! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2AeP7qb

No comments:

Post a Comment