Tuesday, June 30, 2020

গাবুরায় দৃষ্টি নন্দনের পানি চলাচলের প্রতিবন্ধকতা https://ift.tt/eA8V8J


শ্যামনগরে গাবুরার ৯ নং সোরা গ্রামের সরকারী দৃষ্টিনন্দন প্রকল্পে পানি চলাচলের পথ বন্ধ করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ক্ষতির সম্মুখীন গাবুরার ইউনিয়নের একমাত্র প্রধান সুপেয় নিরাপদ পানির আধার দৃষ্টিনন্দন পুকুর দিঘির পানি, খাল, কবরস্থান, মসজিদ ও এলাকার জলাবদ্ধতা। দৃষ্টিনন্দনের পুকুর ও খালের পানি বের হওয়ার সম্মুখে অবৈধভাবে নদীর চরে বালি ভরাট করে পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে মোস্তফা মোল্যার স্ত্রী জয়নাব খাতুন। শ্যামনগর উপজেলার অন্তর্গত ১২ নং গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামের ওয়াপদার রাস্তার বাহিরে ১২ একর জমির উপরে সরকারী দৃষ্টিনন্দন অবস্থিত। এখানে একটি জামে মসজিদ, একটি খাওয়ার পানির পুকুর, একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, একটি হাফিজিয়া মাদ্রাসা ও একটি সরকারী কবরস্থান রয়েছে। দৃষ্টিনন্দনের পুকুর ও খালের পানি বের হওয়ার সম্মুখে অন্যায়ভাবে জোর প্রয়োগ পূর্বক দৃষ্টি নন্দনের পশ্চিমে রাস্তার গায়ে বালি ভরাট করে আসতে থাকে। যার কারনে যার কারনে এ জলাবদ্ধতায় ব্যাপক ক্ষতি আশু সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে জলাবদ্ধতা নিরসনকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সংবাদদাতা:

The post গাবুরায় দৃষ্টি নন্দনের পানি চলাচলের প্রতিবন্ধকতা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gcHTlX

No comments:

Post a Comment