Tuesday, June 30, 2020

খুলনায় তিন ঘণ্টায় ৪ কোভিড–১৯ রোগীর মৃত্যু https://ift.tt/eA8V8J

খুলনায় কোভিড-১৯ চার রোগীর মৃত্যু হয়েছে। খুলনার করোনা হাসপাতালে তিনজন এবং হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টার মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

খুলনা করোনা হাসপাতালের ফোকাল পারসন চিকিৎসক শেখ ফরিদ উদ্দিন আহমেদ বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের টেকনোলজিস্ট মো. বাবর আলী (৩৭) হাসপাতালে ভর্তি হন ১৯ জুন। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। নগরের দোলখোলা এলাকার সমর দাস (৬৭) গতকাল রাত পৌনে আটটার দিকে মারা যান। জেলার ফুলতলা উপজেলার যুগ্মিপাশা এলাকার আনোয়ারা বেগম (৮৫) রাত সোয়া সাতটার দিকে মারা যান।

এ ছাড়া খুলনা নগরের বাবু খান রোডের আনিসুর রহমানকে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যা ছয়টার দিকে মারা যান বলে নিশ্চিত করেছেন তাঁর বন্ধু সৈয়দ আমিনুল ইসলাম পারভেজ।

The post খুলনায় তিন ঘণ্টায় ৪ কোভিড–১৯ রোগীর মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2NEXVIW

No comments:

Post a Comment