Wednesday, April 21, 2021

কলারোয়ায় করোনায় ক্রেতা বিক্রেতাদের ইঁদুর-বিড়াল খেলা, থেমে নেই পার্লারও! https://ift.tt/eA8V8J

আরিফ মাহমুদ: কলারোয়ায় করোনায় চলছে ক্রেতা বিক্রেতাদের ইঁদুর-বিড়াল খেলা। বাইরে বন্ধ, ভিতরে খোলা। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সরকার দেশব্যাপী লকডাউন দিয়েছে জনগণের জীবন সুরক্ষার্থে। প্রথম দফার পর টানা দ্বিতীয় দফায় দ্বিতীয় সপ্তাহে লকডাউনের শুরু হচ্ছে বৃহস্পতিবার। লকডাউনে প্রথম এক-দুই দিন কড়াকড়ি ও সাধারণ মানুষের লকডাউন কিছুটা মানতে দেখা গেলেও গত কয়েকদিন লুকোচুরি খেলায় মেতেছেন ক্রেতা-বিক্রেতারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কিংবা পুলিশের উপস্থিতি টের পেলেই দোকানদাররা তাদের দোকানের শাটার নামিয়ে দিচ্ছেন। আবার প্রশাসনের লোকজন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে শাটার পরিপূর্ণ না খুললেও অর্ধেক কিংবা সামান্য একটু খুলে ব্যবসা পরিচালনা করছেন। দোকানের ভিতরে ক্রেতাদের ঢুকিয়ে শাটার বন্ধ করে কেনাবেচা করছেন।
অপরদিকে, ক্রেতারাও অবস্থা বুঝে দোকানের ভিতরে ঢুকছেন। মহিলা সহ অনেক ক্রেতাদের দোকানের আশপাশে অবস্থান নিতেও দেখা যাচ্ছে। অনেককে আশপাশের অলিগলিতে বসে থাকতে দেখা যাচ্ছে। টহল পুলিশ বা প্রশাসনের লোক চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সুযোগ বুঝে তারা তাদের প্রয়োজনীয় দোকানে ঢুকে পড়েছেন। বিষয়টি যেনো বাইরে বন্ধ, ভিতরে খোলা। এ যেন ছোটবেলার সেই ইঁদুর-বিড়ালের খেলা। সরেজমিনে এমনটি দেখা গেছে, ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় দোকানের পাশাপাশি কসমেটিক্স, কাপড়, জুতা ও অন্যান্য দোকানেও এমনই চিত্র।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই লুকোচুরি খেলায় পুরুষের চেয়ে বিপুল সংখ্যক মহিলা ক্রেতাদের বেশি দেখা যাচ্ছে। আর সন্ধার পরে পৌরসদরের কয়েকটি স্থানের চায়ের দোকানে ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
তবে এই লুকোচুরি খেলায় বেশিরভাগ নারী-পুরুষসহ ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরিধান করতে দেখা গেছে। ক্রেতারা বলছেন, তাদের প্রয়োজনের তাগিদেই বাধ্য হয়ে কেনাকাটা করতে আসছেন।
আর বিক্রেতারা বলছেন, কয়েক দিন দোকান বন্ধ রাখবো? তাদের তো চলবে না। এ কারণে তারাও বাধ্য হয়ে চুপিসারে দোকানে বেচাকেনা করছেন।
এদিকে জানা গেছে, এসকল দোকানের পাশাপাশি থেমে বা বসে নেই বিউটি পার্লারও। কলারোয়া বাজারের বিভিন্ন বিউটি পার্লারে দেদারছে ব্যবসা চালিয়ে যাচ্ছে। সেগুলো ভবনের ঘরের মধ্যে, আবাসিক ভবনে, দ্বিতল বা তিনতলা ভবন হওয়ায় এটি প্রশাসনের নজরে আসছে না।
নানান বয়সী মেয়ে এবং মহিলারা রীতিমত লকডাউনের মধ্যেও করোনার চেয়ে পার্লারে গিয়ে রূপ সচেতনতাকেই প্রাধান্য দিচ্ছেন।

The post কলারোয়ায় করোনায় ক্রেতা বিক্রেতাদের ইঁদুর-বিড়াল খেলা, থেমে নেই পার্লারও! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3xfWI0w

No comments:

Post a Comment