Friday, April 2, 2021

বনলতা সেনের বাংলাদেশ https://ift.tt/eA8V8J

প্রেমাংশু শ্রাবণ
চৈত্রের দিপ্রহর রাতে
জোছনায় পাতার ছায়ারা খেলা করে
ভেসে ওঠে পৃথিবীর যাবতীয় দুঃস্বপ্নের করাঘাত।
ঘরের বিছানা ছেড়ে
মেয়েটির নাভি নিম্নভূমি
যেনো একাত্তুরের একটুকরো বাংলাদেশ
পড়ে থাকে ফসলের মাঠে—
সরষে ফুলের মিহিসুরে ভোর হয়
নরম আলোয় জেগে ওঠে জনপদ।
কোলাহল বাড়ে
মেয়েটির কাঁচুলির হুক থেকে উবে যায়
সংক্ষুব্ধ শিবির।
খোলা ঝিনুকের মতো
রক্তাক্ত যৌনির পাশে
পিঁপড়ের সারি
লাভার করাত হয়ে
পম্পাই নগরী থেকে নেমে আসা
সংখ্যাগুরু বীর্যের মউ
খেলে থাকে খটখটে মাটির ঢেলায়।
সূর্যের উত্তাপে ধীরে ধীরে
জনশূন্য সময়ের কণা
মাটির ঢেলায় সুরেলা প্রজাপতি ফুল
বাষ্প গন্ধ নিয়ে ভরে দেয় চারিদিক,
তবু নির্জনে রোদন বাড়ে!

The post বনলতা সেনের বাংলাদেশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dzE1Mm

No comments:

Post a Comment