বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৩ লাখ ৯৩ হাজার ছাড়িয়েছে। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।
সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ১৪২ জন। আক্রান্ত হয়েছেন ৬৬ লাখ ৯৮ হাজার ৩৭০ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৩২ লাখ ৪৪ হাজার ৫৭৪ জন।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১৯ লাখ ২৪ হাজার ৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ১০ হাজার ১৭৩ জনের।
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৯০৪ জনের। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৮১ হাজার ৬৬১ জন।
তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ৩৯ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৮৭০ জন।
চতুর্থ স্থানে থাকা ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৩৩ হাজার ৬৮৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ১৩ জন।
এছাড়া ফ্রান্সে করোনায় ২৯ হাজার ৬৫ জনের মৃত্যু ও এক লাখ ৫২ হাজার ৪৪৪ জন আক্রান্ত হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ২৭ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।
The post করোনায় মৃত্যু তিন লাখ ৯৩ হাজার ছাড়ালো appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/372N0lf
No comments:
Post a Comment