তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট মিটিং গত ২৮ মে সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে ও ইউপি সচিব প্রবীর হাজারীর পরিচালনায় সভায় ইউপি সদস্য পরিতোষ দাশ, হাফিজুর রহমান, আব্দুল আজিজ, আব্দুর রাজ্জাক, শেখ আজিজুল ইসলাম, নাছের সরদার, নাজিম উদ্দীন সানা, সবিতা রানী, মনোয়ারা বেগমসহ সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় চেয়ারম্যান মতয়িার রহমান ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করেন। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১৪লাখ ৬২ হাজার ৩শ টাকা ও ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৬১ হাজার টাকা। একই সাথে উন্নয়ন বরাদ্ধ ধরা হয়েছে ২ কোটি ২৮লাখ ৪৪হাজার ৪শত ২৮ টাকা ও ব্যায় ধরা হয়েছে ২ কোটি ২৮লাখ ৪৪ হাজার ৪শত ২৮ টাকা। বিগত অর্থ বছরের জের ৩০ হাজার টাকা সহ মোট ১লাখ ৩১ হাজার ৩শ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে বলে জানান। তিনি বলেন বাজেটে অগ্রাধিকার ভিত্তিতে ইউনিয়নের উন্নয়নমুলক গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করা হবে।
পাটকেলঘাটা প্রতিনিধি:
The post পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2Me8mCO
No comments:
Post a Comment