মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এরইমধ্যে আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেছে বলে আশঙ্কা করছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।
সংবাদ সংস্থা বিবিসির তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের (সিডিসি) জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্তের যে সংখ্যা আমরা যা জানতে পারছি, প্রকৃত আক্রান্তের সংখ্যা তার চেয়ে অন্তত ১০ গুণ বেশি হতে পারে। এমন অনেকেই আছেন যারা আক্রান্ত হয়েছেন কিন্তু পরীক্ষার অভাবে জানেন না কিংবা উপসর্গ না থাকায় বুঝতে পারছেন না। দেশব্যাপী আতঙ্ক যাতে না ছড়ায়, সেজন্য ট্রাম্প প্রশাসন প্রকৃত তথ্য জানাচ্ছে না।
সম্প্রতি সিডিসি দেশব্যাপী ব্লাড স্যাম্পল সংগ্রহ করতে শুরু করেছে। সেটার ভিত্তিতে দেখা যাচ্ছে মহামারির শুরুতে অনেকে বুঝতেই পারেননি যে তারা করোনায় আক্রান্ত হয়েছেন।
এর আগে মঙ্গলবার ট্রাম্পের করোনা উপদেষ্টা ও সংক্রামক রোগ বিষয়ক ন্যাশনাল ইনস্টিটিউটের প্রধান ডা. অ্যান্থটি ফাউচি জানিয়েছিলেন, দেশটির মোট আক্রান্তের ২৫ শতাংশ জানেনই না যে তারা করোনা আক্রান্ত হয়েছেন। কারণ, তাদের মধ্যে কোনো লক্ষণ প্রকাশ পায়নি।
শুধু তাই নয়, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পূর্বাভাস দিয়েছেন, আগামী অক্টোবর নাগাদ যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ১ লাখ ৮০ হাজার ছাড়িয়ে যাবে। আর যদি দেশের ৯৫ শতাংশ মানুষ মাস্ক ব্যবহার করে, তবে মৃত্যু কিছুটা কম হবে। সেক্ষেত্রে প্রাণহানি ১ লাখ ৪৬ হাজারে পৌঁছতে পারে।
এদিকে ট্রাম্প প্রশাসন প্রচারণা চালাচ্ছে যে করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে দুর্বল হয়ে পড়েছে। আস্তে আস্তে বিদায় নিচ্ছে। কিন্তু প্রকৃত চিত্র ঠিক তার বিপরীত। গত বুধবারও ৩৬ হাজার মানুষ একদিনে আক্রান্ত হয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২৫ লাখ ৪ হাজার ৬৭৬ জন আক্রান্ত এবং ১ লাখ ২৬ হাজার ৭৮৫ জন মারা গেছেন। এরইমধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন লকডাউন শিথিল করায় গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজ্যে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। আর এমন পরিস্থিতিতে টেক্সাস রাজ্য কর্তৃপক্ষ সবকিছু চালু করা স্থগিত করেছে।
সূত্র: বিবিসি
The post যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি! appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2CJ5axv
No comments:
Post a Comment