কয়েক বছর আগে এককাঠা জমি ক্রয় করে ঘর বানিয়েছিলেন শহরের উত্তর রাজারবাগান গ্রামের মাছ বিক্রেতা সৈয়দ আশরাফ আলী (৭০)। শুধু তার স্বপ্নের বসবাসের ঘর নয়, আম্পান কেড়ে নিয়েছে তাদের সুদীর্ঘ কাল ধরে মাথা গোঁজার ঠাঁইটুকুও! সে একই এলাকার মৃত নুর আলির (বাবু) ছেলে।
জানা যায়, সুপার সাইক্লোন আম্পানের তান্ডবে তার স্বপ্ন লন্ডভন্ড হয়ে গেছে। অন্যদিকে তার বাড়িতে গেলে আম্পানের ক্ষত চিহ্ন দেখতে পাওয়া যায় এখনো। দীর্ঘদিন ধরে মাছ বিক্রি করার জমানো টাকা দিয়ে ধীরে ধীরে ক্রয়কৃত জমিতে তৈরি বাড়িটি হারিয়ে দিশেহারা হয়ে পড়ছেন আশরাফ। আরও জানা যায়, রাতভর আম্পানের তা-ব শেষে সকালে নিজ স্ত্রীকে নিয়ে যখন বাড়ি ফেরেন, তখন তাদের বসত ঘরটিকে বিধ্বস্ত অবস্থায় খুঁজে পান।
রাতে আরশাফ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা আবেদাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। মাছ বিক্রেতা আশরাফের অর্থনৈতিক অবস্থা মোটেও ভালো নয়। কিন্তু মহাদূর্যোগ করোনা ও ঘূর্ণিঝড় আম্পানে সর্বশান্ত হয়েছেন তিনি। তাদের পাশে সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার অনুরোধ করেন তারা।
এ বিষয়ে ভুক্তভোগী মাছ বিক্রেতা আশরাফ জানান, আমি দীর্ঘদিন যাবৎ পোস্ট অফিসের সামনে মাছ বিক্রি করে কোনো রকমে সংসার চালানো চেষ্টা এবং একখন্ড জমি ক্রয় করে ঘর বানিয়ে এই বৃদ্ধ বয়সেও স্বাভাবিকভাবে বসবাসের চেষ্টা করছিলাম। কিন্তু সম্প্রতি সুপার সাইক্লোন আম্ফানের তা-বে আমার সেই স্বপ্ন লন্ডভন্ড হয়ে গেল। এখন আমার ঘর নতুন করে তৈরির জন্য টাকা পাবো কোথায়, সেই চিন্তায় রাতের খোলা আকাশের নিচে ঘুমও হয়না।
তিনি পৌর কাউন্সিলর, পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। নিজস্ব প্রতিনিধি:
The post ঘূর্ণিঝড় আম্পানে মাছ বিক্রেতা আশরাফের স্বপ্ন লন্ডভন্ড appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2XWfoS6
No comments:
Post a Comment