Thursday, June 25, 2020

নলতায় আজও একই পরিবারের দু’জন করোনায় আক্রান্ত https://ift.tt/eA8V8J

কালিগঞ্জের নলতায় আজও একই পরিবারের দু’জন করোনা (কভিট-১৯) শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, উপজেলার পশ্চিম নলতা গ্রামের মৃত তারক চন্দ্র দাশের ছেলে কাশীনাথ দাশ (৬২) ও তার মেয়ে ¯িœগ্ধা দাশ (২৩) এর করোনা টেষ্টে পজেটিভ রেজাল্ট ধরা পড়েছে। উভয়ে ২৩ জুন সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে করোনা টেষ্টের জন্য যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের নমুনা নিয়ে টেষ্টের জন্য পাঠান। ২৫ জুন তাদের করোনা রেজাল্ট পজেটিভ ধরা পড়েছে।

আহাদুজ্জামান আহাদ:

The post নলতায় আজও একই পরিবারের দু’জন করোনায় আক্রান্ত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2A0Qokz

No comments:

Post a Comment