Thursday, June 25, 2020

তালায় পাঁচ শতাধিক কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা তালায় করোনো পরিস্থিতি মোকাবেলায় ও আম্পানে ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সরুলিয়া ইউনিয়নের পদ্মা রানী মাঠে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মির্জা আতিয়ার রহমানের সঞ্চালনায় সেখানে আরো উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপি সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যাক্ষ সফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা যুবদল সভাপতি হাফিজুর রহমান, উপজেলা কৃষকদল সভাপতি আলী হোসেন, উপজেলা মৎস্যজীবী দল সভাপতি সামরুল ইসলাম মিলন প্রমুখ।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এ সময় করোনো পরিস্থিতি মোকাবেলায় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে সচেতন থাকার এবং নিজ নিজ বাড়িতে অবস্থানের আহবান জানান। একই সাথে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় ত্রান বিতরন কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

পাটকেলঘাটা প্রতিনিধি:

The post তালায় পাঁচ শতাধিক কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2BDCNAa

No comments:

Post a Comment