Thursday, June 4, 2020

তালায় র‌্যাবের অভিযানে ৮০ হাজার টাকাসহ গাজা স¤্রাট হালিম গ্রেপ্তার https://ift.tt/eA8V8J

গাজা ও নগদ টাকা সহ তালার গাজা স¤্রাট আব্দুল হালিম গ্রেপ্তার হয়েছে। র‌্যাব-৬, খুলনার লবনচরা ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করার পর ধৃতকে তালা থানায় সোপর্দ করে।
তালা থানার ওসি মো. মেহেদী রাসেল জানান, তালার হরিশ্চন্দ্রকাঠি গ্রামের মৃত. কওছার শেখ’র ছেলে আব্দুল হালিম বেনাপোলে বসবাস করে এবং মাঝে মাঝে গাজা এনে এলাকায় বিক্রি করে। গাজা নিয়ে আবারও এলাকায় আসলে র‌্যাব-৬ এর একটি দল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে আব্দুল হালিমকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১ কেজি ৯শ গ্রাম গাজা, নগদ ৮০ হাজার ৫শ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এদিন রাতে র‌্যাব ধৃত হালিমকে তালা থানায় সোপর্দ করে। এঘটনায় র‌্যাব-৬ এর ডিএডি রাজু আহম্মেদ বাদী হয়ে তালা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (১/২০) দায়ের করেছেন।
উল্লেখ্য, গাজা স¤্রাট আব্দুল হালিম দীর্ঘদিন ধরে যশোরের বেনাপোলে বসবাস করছে। সে এবং তার স্ত্রী দীর্ঘদিন ধরে বেনাপোল থেকে গাজা এনে তালা সহ আশপাশের এলাকায় পাইকারি বিক্রয় করে। হালিমের এক চাচা তালার মোবারকপুরে কপোতাক্ষ নদের ধারে বসবাস করে এবং সেখানে দীর্ঘদিন ধরে গাজার ব্যবসা চালাচ্ছে। ওই চাচা ইতোমধ্যে পাইকগাছা পুলিশের কাছে গ্রেফতার হয়। এছাড়া হালিমের স্ত্রী মাদক সহ গ্রেফতার হবার ৩ মাস পর গত ২০দিন আগে জামিনে বাড়িতে আসে।

ইলিয়াস হোসেন, তালা:

The post তালায় র‌্যাবের অভিযানে ৮০ হাজার টাকাসহ গাজা স¤্রাট হালিম গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XvFfBh

No comments:

Post a Comment