বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে কোটি ছুঁই ছুঁই। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৭ লাখ ১২ হাজারের বেশি। মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৯১ হাজার ৭৮৩ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৫২ লাখ ৭৯ হাজার ৫৭৯ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ২৫ লাখ ৪ হাজার ৫৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ২৬ হাজার ৭৮০ জনের।
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫৫ হাজার ৫৪ জনের। আর আক্রান্ত হয়েছে ১২ লাখ ৩৩ হাজারের বেশি।
আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৮ হাজার ৬০৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ১৪ হাজার। এরপরই ভারতের অবস্থান। দেশটিতে প্রায় ৭৬ লাখ নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ ৪ লাখ ৯১ হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১৫ হাজার ৩০৮ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৬৬২ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।
The post করোনায় আক্রান্ত কোটি ছুঁই ছুঁই appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2Z8qggo
No comments:
Post a Comment