Thursday, June 25, 2020

ভোমরার গয়েসপুরে সরকারি গাছ কেটে আত্মসাতের অপচেষ্টা https://ift.tt/eA8V8J

সদর উপজেলার ভোমরা ইউনিয়নের গয়েসপুর মোড়লপাড়ায় সরকারি বট গাছ কেটে আত্মসাত চেষ্টার অভিযোগ উঠেছে। জানা যায়, গত ২০ জুন গাছের ডাল কেটে নেওয়ার পরে গাছের গোড়া কাটার সময় স্থানীয় লোকজন বাঁধা দিলে গাছটির গোড়া কাটতে বন্ধ রাখে। গত ২৪ জুন গাছটি পুনরায় গোড়া কাটার চেষ্টা করলে এবারও জনগন বাঁধা সৃষ্টি করে। যে কোন মূহুত্বে গাছটি কাটতে পারে বলে এলাকাবাসি জানান। ঘূর্ণিঝড় আম্পানে দেশে কোটি কোটি গাছ নষ্ট হয়ে গেছে তার কারনে বর্ষা মৌসুমে এক কোটি গাছ রোপন করবে সরকার। তাছাড়া বিভিন্ন সংস্থা ও সাধারণ জনগনের গাছ লাগানোর আহ্বান জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা সত্বেও গয়েসপুর গ্রামের শাহাদাত মোড়লের পুত্র সাইদুল ইসলাম ও তার ভাড়া করা লোকজন নিয়ে গায়ের জোরে উক্ত গাছটি আত্মসাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। যে ভাবে গাছটির ডালগুলো কর্তন করেছে তাতে গাছটি মারা যাওয়ার আশংকা দেখা দিয়েছে। ভোমরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি নূর আহম্মেদ দুঃখের সাথে জানান, উক্ত বটগাছের ছায়ায় পথচারি লোকজন এবং মসজিদের লোকেরা সেখানে বিশ্রাম নিত। কোমলমতি শিশুরা গাছের ছায়ায় খেলাধুলো করে আনান্দ উপভোগ করত। এলাকাবাসি উক্ত সরকারি বটগাছটি কাটার জন্য উর্ধ্বতম কর্তৃপক্ষের তদন্ত পূর্বক উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি:

The post ভোমরার গয়েসপুরে সরকারি গাছ কেটে আত্মসাতের অপচেষ্টা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2NpU2Yv

No comments:

Post a Comment