দুর্নীতি ও প্রতারণার অভিযোগে ১৪টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য অধিদফতর।
বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
নথি বিশ্লেষণে জানা গেছে, প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটার ১৩১ কোটি টাকা আত্মসাৎ করেছে। স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণে থাকা মেডিকেল কলেজ, হাসপাতাল ও প্রতিষ্ঠানের এমএসআর, ভারি মেশিন ও সামগ্রী কেনা কাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে গত বছরের ১২ ডিসেম্বর ১৪টি ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে চিঠি পাঠান দুদক সচিব। এতোদিন পর এ মাসের ৬ তারিখ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ক্রয় ও সংগ্রহ অধিশাখা, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, কেন্দ্রীয় ঔষাধাগারের পরিচালকে দুদকের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিতে চিঠি দেন।
আরো জানা যায়, ১৪টি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতি করে ১৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৯টি মামলা রয়েছে। ২০১৮ ও ১৯ সালে দুদক এই মামলাগুলো করে।
The post স্বাস্থ্য অধিদফতরের কালো তালিকায় ১৪ প্রতিষ্ঠান appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3fUlV74
No comments:
Post a Comment