Wednesday, June 3, 2020

করোনা থেকে সুস্থ আরো ৩০ পুলিশ https://ift.tt/eA8V8J

পুলিশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরো ৩০ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে দুই হাজারেরও বেশি করোনায় আক্রান্ত পুলিশ সদস্য সুস্থ হলেন।

বুধবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের এডিসি (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু এ তথ্য জানিয়েছেন।

এডিসি সানতু বলেন, সরকারের আইইডিসিআর এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী, এই ৩০ পুলিশ সদস্যদের পরপর দুইবার কোভিড-১৯ টেস্ট করা হয়। দুইবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতালের ছাড়পত্র দেন। 

হাসপাতাল ছাড়ার সময় প্রতিবারের মতোই সুস্থ হওয়া পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় বলেও জানান তিনি।

এখন পর্যন্ত পুলিশে পাঁচ হাজারের বেশি সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন তাদের এক তৃতীয়াংশ। সংশ্লিষ্টরা জানান, আইজিপি ড. বেনজীর আহমেদের প্রত্যক্ষ নির্দেশনা ও পদক্ষেপে করোনা আক্রান্ত পুলিশ সদস্যরা সুস্থ হয়ে কাজে ফেরার অপেক্ষায় আছেন। অনলাইন ডেস্ক:

The post করোনা থেকে সুস্থ আরো ৩০ পুলিশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2yYYfPf

No comments:

Post a Comment