Saturday, June 6, 2020

ত্রাণের তালিকায় নেইমার, আবেদন মঞ্জুর করল কর্তৃপক্ষ! https://ift.tt/eA8V8J

বিশ্বে সবচেয়ে দামি ফুটবলারদের একজন ব্রাজিলিয়ান তারকা নেইমার। করোনাকালেও যিনি আয় করেছেন বাংলাদেশি মুদ্রায় ৮১১ কোটি ২২ লাখ টাকা।

আর সেই নেইমার আবেদন করেছেন ১২০ ডলারের (ব্রাজিলিয়ান ৬০০ রিয়াল) ত্রাণ পেতে?

আবার সেই আবেদন মঞ্জুরও হয়েছে। সে হিসাবে করোনা পরিস্থিতেতে নিম্ন আয়ের মানুষদের জন্য ব্রাজিল সরকারের ত্রাণ সাহায্য পেতে যাচ্ছেন নেইমারও!

বিষয়টিকে হাস্যকর হলেও ব্রাজিলের ত্রাণ তালিকায় নেইমারের নাম রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম ‘ইউওএল’।

এছাড়া ফ্রান্সের প্যারিসভিত্তিক বার্তা সংস্থা এএফপিসহ আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যমেও একই তথ্য প্রকাশ হয়েছে।

ইউওএলের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, তারকা ফুটবলার নেইমারের নাম, জন্মতারিখ আর আইডি নাম্বার ব্যবহার করে ব্রাজিলে কে বা কারা করোনার ত্রাণের জন্য আবেদন করেছে। প্রথমে তা মঞ্জুরও হয়ে গেলেও পরে যাচাই বাছাই করে তালিকা থেকে নেইমারের নাম কেটে দেয়া হয়।

ত্রাণের তালিকায় কিভাবে নেইমারের নাম যুক্ত হলো এ বিষয়ে দেশটির গণমাধ্যম ইউওএলকে তার এক কর্মকর্তা বলেন, নেইমার যে এই আবেদন করেননি সেটি যে কেউ নিশ্চিত, তবে এমন দুষ্টুমি কে বা কারা করেছে সেটিও আমরা জানি না।

The post ত্রাণের তালিকায় নেইমার, আবেদন মঞ্জুর করল কর্তৃপক্ষ! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cDDarl

No comments:

Post a Comment