Thursday, June 25, 2020

ভারতে অতীতের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত https://ift.tt/eA8V8J

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ এড়ানোর বদলে উল্টো বিস্ফোরণ ঘটছে ভারতে।

প্রতিদিনই আক্রান্তের রেকর্ড ভাঙছে সেখানে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও প্রায় ১৭ হাজার করোনায় আক্রান্ত হয়েছে। যা দেশটিতে করোনা প্রাদুর্ভাব শুরুর পর একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

বুধবারও সর্বোচ্চ প্রায় ১৬ হাজার আক্রান্ত হয়েছে সেখানে, যা ছিল গতকাল পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তে।

এ নিয়ে দেশটিতে এখন মোট করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ১০৫জন।

বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্তের সংখ্যায় যথারীতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র রাজ্য। সেখানে এ পর্যন্ত ১ লাখ ৪৩ হাজারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে। এখানে মারা গেছে ৬ হাজার ৭০০ জনের বেশি মানুষ।

দ্বিতীয় স্থানে রয়েছে দেশটির রাজধানী দিল্লি। বুধবার দিল্লিতে সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের খবর পাওয়া গেছে। সেখানে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৭৮৮ জন। এ নিয়ে দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়াল।

এই দুই রাজ্যের পর আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে তামিলনাডু, গুজরাট ও উত্তরপ্রদেশ।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ হাজার ৯২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ৭৩ হাজার ৭১৯। গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ৪১৮ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ৯০৭ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৭১ হাজার ৭২৩ জন। হাসপাতালে ও হোমকেয়ারে চিকিৎসাধীন ১ লাখ ৮৭ হাজার ৮৯ জন। এদের মধ্যে ১ হাজার ১৬৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

বিশ্বে শীর্ষ আক্রান্ত দেশের তালিকায় ভারতের অবস্থান এখন চতুর্থ। শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পর এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ব্রাজিল এবং রাশিয়া।

The post ভারতে অতীতের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2B8fw9I

No comments:

Post a Comment