মহামারি করোনাভাইরাসে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ। এবার সে মৃত্যু ছুঁয়ে গেলো ক্রিকেটকেও। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেলেন পাকিস্তানের ক্রিকেটার রিয়াজ শেখ। প্রথম শ্রেণির ক্রিকেটে পাকিস্তানে পরিচিত মুখ ছিলেন রিয়াজ। তার শরীরে বাসা বেঁধেছিল কোভিড ১৯।
পাকিস্তানের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ টুইট করে শোক সংবাদটি জানান।
মঙ্গলবার লতিফ টুইট করে জানান, পাকিস্তানের প্রাক্তন প্রথম শ্রেণির ক্রিকেটার রিয়াজ করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তার বয়স হয়েছিল ৫১ বছর। ১৯৮৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ৪৩টি প্রথম শ্রেণির ম্যাচ ও ২৫টি লিস্ট এ ম্যাচ খেলেছিলেন রিয়াজ।
লতিফ প্রয়াত ক্রিকেটারের পরিবারের পাশে থাকার কথা বলেছেন। অনেকেই সমবেদনা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। অনলাইন ডেস্ক:
The post করোনায় পাক ক্রিকেটারের মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3dvCdCy
No comments:
Post a Comment