শ্যামনগরের পৈত্রিক ও খরিদা বাস্তু ভিটা জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ অবৈধভাবে জমি দখলের অপচেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। আবাদচন্ডিপুর গ্রামের মৃত আব্দুস সবুর গাজীর পুত্র আব্দুল হাদী শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে প্রকাশ, ২৯ মে আনুমান সকাল ৮ টার দিকে একই গ্রামের মৃত অয়েজউদ্দীন গাজীর পুত্র সৈয়েদুল ইসলাম ওরফে ভোলা, নুরুল আমিন সহ তাদের সহযোগী ৩/৪ জনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অবৈধভাবে লাভ ও লোভের বশবর্তী হয়ে আব্দুল হাদীর বসত ভিটা জমি নিয়ে বিরোধ বাঁধে। তারা অন্যায়ভাবে আব্দুল হাদীর জমি দখল করতে অপচেষ্টা করছে। আব্দুল হাদী কর্মসংস্থানের লক্ষ্যে প্রায়ই সময় সাতক্ষীরা ও ঢাকায় অবস্থান করায় ভোলা ও নুরুল আমিন যোগসাজসে আব্দুল হাদীর বসত ভিটার পশ্চিম সীমানার পাঁকা প্রাচীর ভাংচুর, বিভিন্ন প্রজাতীর বৃক্ষ কর্তন ও মাটি কর্তন করে জবর দখলের অপচেষ্টা করছে। আব্দুল হাদীর সহোদর বোন ফজিলা খাতুন ও ভগ্নিপতি আবুবক্কর সিদ্দিক জবর দখলের প্রতিবাদ করায় কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিট ও খুন জখমের আশু সম্ভাবনার সৃষ্টি হয়। পরবর্তীতে এ বিরোধে আব্দুল হাদীর উপর বিভিন্ন সময়ে তারা চড়াও হয়। আব্দুল হাদী ও তার পরিবারকে জীবন নাশের হুমকি, মারপিট, রেকর্ডীয় ও ভোগদখলীয় সম্পত্তির জবর দখল, মূল্যবান জিনিস পত্র ক্ষয়ক্ষতি/আত্মসাৎ করার অভিযোগ উঠে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। আব্দুল হাদী ও তার বোন ভগ্œিপতি দারুন নিরাপত্তাহীনতা ভুগছেন। সৈয়েদুল ইসলাম ওরফে ভোলা জানান, এ জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলায় তিনি এ কাজ করেছেন। এ ঘটনায় শ্যামনগর থানা পুলিশ কর্মকর্তা মনির জানান, পাকা প্রাচীর ভাঙ্গা, গাছ ও মাটি কর্তন অভিযোগ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছি, আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
শ্যামনগর প্রতিনিধি:
The post শ্যামনগরে প্রতিপক্ষের অত্যাচারে দিশেহারা জমির মালিক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/374Q4NK
No comments:
Post a Comment