উপকুলীয় এলাকা একটি বিশেষ বৈশিষ্ট্য মন্ডিত জনপদ। সমুদ্রের লবনাক্ত পানি থেকে উপকুলীয় বাঁধ মানুষকে সুরক্ষা দেয়। ৬০ দশকে উপকুলীয় এলাকায় এই বাঁধ নির্মিত হয়। এই বাঁধ নির্মাণ করার সময় জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিকে মাথায় নেওয়া হয়নি। এটা তৎকালীন সময়ের অষ্টমাসী বাঁধের আদলে নির্মাণ করা হয়েছে যা সরু ও যথেষ্ঠ উচু নয়। ৬০ দশকের পর থেকে সংস্কারের নামে কিছু কাজ করলেও এটি আয়তনে বড় ও উচু করা হয়নি। আমাদের উপকুল জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে সমুদ্র পৃষ্টের উচ্চতা বৃদ্ধি, ঘন ঘন প্রাকৃতিক দূর্যোগের সমূখীন হচ্ছে। প্রতিনিয়ত বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত হয়ে বসতবাড়ি হারিয়ে উদ্বাস্তু হচ্ছে হাজার হাজার মানুষ। প্রতিটি দুর্যোগের পর কর্তৃপক্ষ বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা মানুষকে আশান্বিত করতে পারেনি। গত ২০ মে ঘটে যাওয়া ঘুর্ণিঝড় আম্পান আবারো জানান দিলো যত সংস্কার করা হোকনা কেন আয়তনে ছোট এই বাঁধটি কোন ভাবেই মানুষকে সুরক্ষা দিতে পারবেনা। আমাদের দরকার জলবাযু পরিবর্তন ও প্রাকৃতিক দূর্যোগকে মাথায় রেখে নতুন পরিকল্পনায় বাঁধ নির্মাণ করা ও এই বাঁধ রক্ষণাবেক্ষণের কাজে স্থানীয় সরকার প্রতিনিধিদের দায়বদ্ধ করা।
উপকুলীয় এলাকায় লবন পানির বাগদা চিংড়ি রপ্তানী করে সরকার প্রতিবছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। কিন্তু সেই চিংড়ি চাষ এলাকায় লবন পানি উত্তোলনের জন্য যে দীর্ঘমেয়াদী সুপেয় পানির সংকট তৈরী হয়েছে, সেই সংকট উত্তরণের জন্য সরকার যতেষ্ট উদ্যোগ নেননি। এই বিংশ শতাব্দীতে যখন ঘরে ট্যাব খুলে সকলে যখন জল পান, সেই জল সংগ্রহের জন্য উপকুলীয় এলাকায় একজন নারীকে ৩/৪ কি.মি. পথ হাটতে হয় প্রতিদিন। সুপেয় পানি প্রাপ্তির জন্য এনজিওদের ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সরকার দেশের অর্থনীতিকে নিন্মমধ্যম আয়ের তালিকায় নিয়ে গেছেন। ২০০৯ সালের তুলনায় জাতীয় বাজেট ৪ গুন বৃদ্ধি পেয়েছে। কিন্তু উপকুলীয় এলাকায় বরসবাসরত নারীর চোখের জল শুকায়নি। প্রতিটি মানুষের সুপেয় পানি সরবরাহের দায়িত্ব সরকারের এবং সরকার ইচ্ছা করলে তা পারেন।
উপকুলীয় এলাকার দীর্ঘ বঞ্চনা ও মানুষের বেঁচে থাকার প্রানের দাবী “স্থায়ীত্বশীল উপকূলীয় বেড়িবাঁধ পূনঃনির্মাণ ও সুপেয় পানির নিশ্চয়তা” দাবীতে আগামী ৭ তারিখে, সকাল ১০ টায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আম্ফান উপদ্রুত এলাকা বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর নদীঘাটের পশ্চিমে পুর্ব দুর্গাবাটি গ্রামের পাশে খোলপেটুয়া নদীতে শ্যামনগর উপজেলা যুবফোরাম, গাবুরা ক্লাইমেট রেজিলিয়েন্ট ফোরাম, জলবায়ু পরিষদ, সাতক্ষীরা নাগরিক কমিটি ও সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চ একটি নৌ-বন্ধন ও নদীতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি
The post স্থায়ীত্বশীল বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানির নিশ্চয়তার দাবীতে কাল সংবাদ সম্মেলন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2UgIwCG
No comments:
Post a Comment